পণ্যবাহী যানের চালকদের মাঝে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের ইফতার বিতরণ

Akter Hossain.mirsarai correspondent    |    ০৬:০৩ পিএম, ২০২০-০৫-০৭


পণ্যবাহী যানের চালকদের মাঝে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের ইফতার বিতরণ

করোনার ঝুঁকি নিয়ে সারাদেশে পণ্যপরিবহন করে অর্থনীতির চাকা যারা সচল রেখেছেন সেইসব পণ্যবাহী যানের চালক- শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ।

আজ ৭ মে বৃহস্পতিবার সংগঠনটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম এসপিপি, এনডিসি (অবঃ) এর দিক নির্দেশনায় সাধারণ সম্পাদক সামসুদ্দীন চৌধুরীর নের্তৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে ২০০ পণ্যবাহী পরিবহনের চালক সহকারীদের মাঝে এই ইফতার সামগ্রী  বিতরণের কর্মসূচি পালন করা হয়। 

এই সময় উপস্থিত ছিলেন যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সামসুদ্দীন চৌধুরী, সংগঠনের সদস্য আক্তার হোসাইন, আবদুল হাদী দুলাল, আফজাল হোসাইন প্রমুখ। আইন শৃঙ্খলায় সহযোগিতা করেন চট্টগ্রাম জেলা ট্রাফিক পুলিশ।               

এই সময় সংগঠনের সাধারণ সম্পাদক সামসুদ্দীন চৌধুরী বলেন, আমাদের সংগঠনের মূল কাজ পরিবহনের যাত্রী সাধারণের অধিকার রক্ষা করা, ভাড়া নৈরাজ্য বন্ধে যাত্রীদের সচেতনকরা, সড়ক দুর্ঘটনা রোধে যাত্রী সচেতনতা। এবার করোনা ভাইরাসের সংকটকালে আমরা লক্ষ্য করেছি যে ৭০ লাখ পরিবহন শ্রমিক খুবই কষ্টে জীবন যাপন করছে। সারাদেশে হোটেল রেস্তোরাঁ সহ সব দোকান বন্ধ থাকায় অর্থনীতির চাকা সচলরাখায় কর্মরত পণ্যবাহী যানের চালক ও শ্রমিকরা সড়ক মহাসড়কে অনাহারে গাড়ী চালিয়ে যাচ্ছে। 

এইসব বিষয় চিন্তা করে ১০ রমজান থেকে প্রতিদিন সড়ক মহাসড়ক, রেল স্টেশন সহ বিভিন্ন যায়গায় পরিবহনের চালক - শ্রমিক, পথচারী, ভিক্ষুক, ভবঘুরে রোজাদার ব্যক্তিদের ইফতার প্রদান করছে সংগঠনটি।